সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

জুতা পরে শহীদ বেদিতে শিক্ষক দম্পতি, কারণ দর্শানো নোটিস

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বিজয় দিবসে শহীদ মিনারে জুতা পরে ফুল দিতে যাওয়া শিক্ষক দম্পতির একাধিক ছবি ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষক দম্পতিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনিরুজ্জামান। গত শুক্রবার সকালে উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা খানম ও তার স্বামী সহকারী শিক্ষক আকবর আহমদ। জানা যায়, বিজয়ী দিবসের দিন সকালে স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের নিয়ে ফুল দিতে গিয়ে দুজনই জুতা নিয়ে শহীদ বেদিতে উঠে পড়েন। এ ধরনের একাধিক ছবি ফেসবুকে ভাইরাল হয়। চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনিরুজ্জামান বলেন, শিক্ষক দম্পতিকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, জুতা নিয়ে শহীদ মিনারে ওঠা একটি বিবেকবর্জিত কাজ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর