সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

১৫ হাজার গাছ লাগিয়ে অনন্য দৃষ্টান্ত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ ইউনিয়নের গ্রামীণ সড়কে গেলে চোখে পড়বে ছোট-বড় সারি সারি ফুল, ফল ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছ। এগুলো লাগিয়েছেন রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ। জানা যায়, ২০১৭ সালের দিকে নিজ বাড়ির পাশ দিয়ে যাওয়া শহরাই সড়কে প্রায় ১ হাজার তালবীজসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন আরিফ। তার লাগানো গাছ বড় হতে শুরু করলে মনে ভালো লাগার অনুভূতি কাজ করে। উৎসাহ আরও বেড়ে যায়। পরবর্তীতে পুরো ইউনিয়নের বিভিন্ন সড়কের দুই পাশে ফুল, ফলদ, বনজ, ঔষধি ও তাল বীজ লাগিয়েছেন। অধ্যক্ষ আরিফুর রহমানের দাবি, এখন পর্যন্ত তিনি প্রায় ১৫ হাজারের বেশি গাছ রোপণ করেছেন। স্থানীয়রা বলেন, প্রকৃতি রক্ষায় নিঃস্বার্থভাবে তিনি যে কাজ করে যাচ্ছেন তা সত্যিই নজিরবিহীন। একজন অধ্যক্ষ হওয়ার পরও আরিফুর রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সব সময় জনসাধারণের জন্য নিবেদিত প্রাণ।

সর্বশেষ খবর