সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কালো ধান চাষে পানি উন্নয়ন বোর্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলা ভুল্লী এলাকায় ভুল্লী বাঁধে  সেচ প্রকল্পের আওতায় পরীক্ষামূলক কালো ধান (ব্লাক রাইস) চাষে চমক সৃষ্টি করেছে পানি উন্নয়ন  বোর্ড উপ-সম্প্রসারণ দফতর। এ নিয়ে গতকাল ভুল্লী বাঁধ এলাকায় খলিসাকুড়িতে উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তার দফতর, বাপাউবো, ঠাকুরগাঁওয়ের আয়োজনে আমন ধান কর্তন, সরিষা ও বোরো ধানের বীজ বিতরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সম্প্রসারণের দফতরের দেওয়া তথ্যমতে, ব্লাক রাইস এন্টিঅক্সিডেন্ট সম্মৃদ্ধ ধানের একটি বিশেষ জাত। সাধারণভাবে প্রচলিত চালের তুলনায় ব্লাক রাইসে অধিক পরিমাণে আঁশ, আয়রন, প্রোটিনসহ অন্যান্য উপাদান বিদ্যমান রয়েছে। অহঃযড়পুধহরহ নামক কালো রঙের একটি রঞ্জক পদার্থের আধিক্যের দরুন এই জাতের চালকে কালো দেখায়। প্রথমবারের মতো ভুল্লী সেচ প্রকল্পের আওতায় ২০ শতাংশ জমিতে আবাদ করা হয়েছে এতে ভালো ফলন হয়েছে। এ ফলনে  হেক্টর প্রতি ৫.২ টন ফলন হচ্ছে। আর এ ব্লাক রাইস চাষে ভুল্লী বাঁধের মাধ্যমে ফ্রি সেচ সুবিধা প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর