সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্মার্ট বাংলাদেশ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়ন হবে : এনামুল হক শামীম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়ন হবে উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের প্রথম শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অগ্রণী ভূমিকা রাখার সুযোগ গৌরবের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদের আরও যোগ্য হতে হবে। ডেল্টাপ্ল্যানের সিংহভাগ কাজই পানি সম্পদ  মন্ত্রণালয় ও পাউবো সম্পন্ন করবে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জে পাউবোর ড্রেজার শাখা পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম  আরও বলেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা। তাকে ঘিরে সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ। তিনি আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন বলেই, মহাপরিকল্পনা ডেল্টাপ্ল্যান-২১০০ প্রণয়ন করেছেন এবং বাস্তবায়নে কাজ করে চলছেন।

এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ আর কোনো নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ থাকবে না।

সর্বশেষ খবর