মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এক্সেভেটরের মাধ্যমে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানকে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী রায়হান আকবরসহ পুলিশ সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকার সামনে থেকে উভয় পাশে অবৈধভাবে শতাধিক স্থাপনা গড়ে ওঠে। মহাসড়কে চার লেনে উন্নীতকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে পাকা আধাপাকা ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শাহ জহুরুল হোসেন বলেন, অভিযানকালে প্রায় ১ একর ৫৬ শতক জমি অবৈধ দখলদারদের কবল থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর