সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অন্নদা উৎসব উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অন্নদা উৎসব পালন করা হয়েছে। ১৯৫৪ সাল থেকে ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়েছে উৎসবটি। বর্ণিল সাজে সেজেছে জেলার শীর্ষ এ বিদ্যালয়টি। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন তরুণ প্রবীণ শিক্ষার্থীরা। দিনটি পালনে গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি টেংকেরপাড়, পুরাতন জেলা রোড-কুমারশীলমোড়-হাসপাতাল রোড-পুরাতন কাচারি পুকুরপাড়-হালদারপাড়া অতিক্রম করে পুনরায় বিদ্যালয়ে এসে মিলিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষকসহ সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, পিএসসির সদস্য ড. দেলোয়ার হোসেন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর