আওয়ামী লীগের ২২তম সম্মেলনে দ্বিতীয় মেয়াদে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট আফজাল হোসেনকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন দুমকি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান শিকদার, সহসভাপতি মজিবুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা প্রমুখ।