শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ

ঠাকুরগাঁও প্রতিনিধি

মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ

সদ্য শূন্য হওয়া ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কাস পার্টিসহ বিভিন্ন দলের নেতারা শুরু করেছেন দৌড়ঝাঁপ। দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তারা। পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেছেন অনেকেই। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে হাটবাজার, চায়ের দোকান, রাস্তার মোড়সহ বিভিন্ন জনবহুল স্থানে চলছে আলাপ-আলোচনা। ঠাকুরগাঁও-৩ আসনের বিভিন্ন এলাকায় গিয়ে এমনি বিষয়টি চোখে পড়ে। সরেজমিন যানা যায়, সম্প্রতি জাহিদুর রহমানসহ বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে শূন্য ঘোষণা করা হয় ছয়টি আসন। আসনগুলোতে আগামী ফেব্রুয়ারির ১ তারিখে উপনির্বাচন হবে নির্বাচন কমিশনের এমন ঘোষণার পড়ই নড়েচড়ে বসেছেন ঠাকুরগাঁও-৩ আসনের আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কাস পার্টির সম্ভাব্য প্রার্থীরা। এদিকে নিজ এলাকার উন্নয়নের জন্য এবার নতুন মুখ দেখতে চান স্থানীয়রা। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন- পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা জাহান লিটা, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রবিউল ইসলাম রবি, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সইদুল হক, পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়। অন্যদিকে দলীয় সিদ্ধান্ত পেলে জাতীয় পার্টি থেকে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ এ উপনির্বাচনে অংশ নেবেন বলে জানান। এর জন্য তাদের প্রাথমিক প্রস্তুতিও রয়েছে বলে জানান দলের স্থানীয় নেতারা। অপর দিকে ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, সম্পাদকম লীর সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধরী ও রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম  উপনির্বাচনে প্রার্থী হতে চান। এ ছাড়া জাসদ (ইনু) থেকে এ আসনে উপনির্বাচনে অংশ নিতে চান সিনিয়র সাংবাদিক দীপেন্দ্র নাথ রায়।

 

সর্বশেষ খবর