পাবনা চাটমোহর উপজেলার জগতলা গ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনার সাত দিনেও গ্রেফতার হননি প্রধান অভিযুক্ত বহিষ্কৃত দুই যুবলীগ নেতা। আসামি গ্রেফতার না হওয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের ও এলাকার মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। পুলিশ বলছে, আসামি গ্রেফতারে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অভিযুক্ত দুজন হলেন মূলগ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ও জগতলা গ্রামের নুর সালামের ছেলে রবিউল ইসলাম এবং ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য নূরুজ্জামানের ছেলে আমির হোসেন। মামলার বাদী সুব্রত গমেজ বলেন, এমন অনাকাক্সিক্ষত ঘটনায় আমরা মর্মাহত। আসামি গ্রেফতার হওয়া নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই। মানুষ ভুল করলে সেখান থেকে শিক্ষা নিয়ে সুন্দর পথে ফিরে আসবে এটাই চাওয়া। চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন বলেন, আসামিদের এখনো গ্রেফতার করতে পারিনি। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর রাতে জগতলা গ্রামের সুবল গমেজের ছেলে সনি গমেজের বিয়ের অনুষ্ঠানে বাড়ির মেয়েরা নাচ-গান করছিলেন। তাদের সঙ্গে নাচতে চান নেশাগ্রস্ত যুবলীগ নেতা আমির হোসেন।
তাকে নিষেধ করলে সনির চাচা সুব্রত গমেজকে মারধর করেন তিনি। পরদিন সকালে আবারও সনি গমেজের পরিবারের কয়েক সদস্য ও নিকট আত্মীয়কে মারধর করেন আমির হোসেন, রবিউল ও তার সহযোগীরা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ প্রহরায় বিয়ের অনুষ্ঠান শেষে ২৭ ডিসেম্বর রাতে যুবলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা করেন সুব্রত। হামলার ঘটনার পরদিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্ত দুজনকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয় জানান।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        