বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জীবিকার তাগিদে কাতার যাওয়া তুষার ফিরছেন লাশ হয়ে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জীবিকার তাগিদে কাতার যাওয়া তুষার ফিরছেন লাশ হয়ে

কাতারের রাজধানী দোহায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার রেজুয়ানুল হক তুষার (২৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। খাবার সরবরাহ করতে গিয়ে বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টার দিকে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। তিনি পশ্চিম পাইকপাড়া বোর্ডিং মাঠ এলাকার মৃত হামিদুল হকের ছেলে। প্রায় সাত বছর কাতার যাওয়া তুষার ছয় মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন। দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিল তার। তুষারের লাশের জন্য স্বজনরা অপেক্ষা করছেন। দ্রুত লাশ আনার দাবি জানিয়েছেন তারা। তুষারের একমাত্র ভগ্নিপতি শাহ নেওয়াজ ভূঁইয়া রাকিব বলেন, তুষার তার বাবা-মায়ের একমাত্র ছেলে ছিল। তার একমাত্র বোন জুঁইকে আমি বিয়ে করে পরিবার নিয়ে জাপানে আছি। আট বছর আগে আমার শ্বশুর মারা যাওয়ার এক বছর পর মাকে একা বাড়িতে ফেলে পরিবারের হাল ধরতে জীবিকার তাগিদে তুষার কাতারে পাড়ি দেয়। সে কাতারে একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করত। সোমবার সকালে মোটরসাইকেলে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় কোনো একটি যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তুষার মারা যায়। আপাতত তার লাশ সেখানকার হাসপাতালের মর্গে রাখা আছে।

সর্বশেষ খবর