রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তেঁতুলিয়ায় কাঞ্চনজংঘা পালাটিয়া উৎসব

পঞ্চগড় প্রতিনিধি

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কাঞ্চনজঙ্ঘা পালাটিয়া উৎসব। শোভাযাত্রা, বজ্রপ্রাণ মেডিটেশন এবং প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে গতকাল সকালে উৎসব শুরু হয়েছে। মহানন্দা নদীর তীরে মহানন্দা পার্কে এ উৎসব আয়োজন করছে পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ। সকালে উৎসবস্থল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে তেঁতুলিয়া ডাকবাংলোতে গিয়ে শেষ হয়।

এরপর মুক্তিযুদ্ধ যাদুঘর চত্বরে বজ্রপ্রাণ মেডিটেশন করা হয়। মেডিটেশন পরিচালনা করেন বিশ্বখ্যাত সুপার হিউম্যান সিদ্ধাচার্য ইউরি বজ্রমুণি। উৎসবে সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে ভূমিজের নাটক ‘পাখিদের বৈঠক।’ আজ রচনা, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাতে মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে স্থানীয় লোকনাট্য পালাটিয়া ‘ সত্যপীর’।

 

সর্বশেষ খবর