সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শ্রীনগরে চাঁদাবাজি মামলায় ইউপি সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শ্রীনগরে চাঁদাবাজি মামলায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে শ্রীনগর থানা পুলিশ কামারগাঁও এলাকা থেকে ইউপি সদস্য নুরুল আমিন মোড়লকে (৪০) গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন মোড়লসহ ১৩ জনকে বিবাদী করে কামারগাঁও এলাকার হাবিবুর রহমান গত বছরের ১ নভেম্বর মুন্সীগঞ্জ আদালতে চাঁদাবাজির মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ওই এলাকায় তার একটি ভবন নির্মাণকে কেন্দ্র করে নুরুল আমিন মোড়লসহ ১৩ জন চাঁদা দাবি করে তা আদায় করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এজাজুল হক তদন্ত প্রতিবেদন দখিল করেন। পরে আদালত নুরুল আমিন মোড়লসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা পেয়ে শ্রীনগর থানা পুলিশ ইউপি সদস্য নুরুল আমিন মোড়লকে গ্রেফতার করে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন মোড়লকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর