হাওর-বাঁওড় বেষ্টিত একটি জেলার নাম হবিগঞ্জ। এ জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জেলা। হাওর বেষ্টিত জেলা হওয়ায় অন্যান্য সম্পদের মতো মাছও এ জেলার অন্যতম একটি সম্পদ। একটা সময় এ জেলার মাছ ও মাছের উৎপাদিত শুঁটকি দেশ ছাড়িয়ে রপ্তানি করা হতো বিদেশে। কিন্তু এখন আর সেই সুদিন নেই। নদ-নদী খাল বিল আর হাওরের জলাশয়গুলোতে দেখা মিলছে না কাক্সিক্ষত দেশীয় মাছের। যে কারণে দিন দিন কমছে শুঁটকি উৎপাদন। আর এতে শুঁটকির ব্যবসা ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন শুঁটকি উৎপাদনকারী পরিবারগুলো। তারা বলছেন, একদিকে যেমন নদ-নদী খাল বিল ভরাট হয়ে যাচ্ছে অন্যদিকে বাড়ছে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার। এ ছাড়া শুঁটকি ব্যবসায়ীরা পাচ্ছেন না সরকারি প্রণোদনা। যে কারণে এ খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। খোঁজ নিয়ে দেখা যায়, কয়েক বছর আগেও যেখানে জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই ও নবীগঞ্জের ভাটি এলাকাগুলোতে প্রায় ২ হাজারেরও অধিক পরিবার শুঁটকি ব্যবসার সঙ্গে জড়িত ছিল। কিন্তু বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে শতকের কোটায়। আর এ জন্য মাছের পর্যাপ্ততা, বর্ষা মৌসুমে পানি না হওয়া, নদ-নদী ও জলাশয় ভরাট হয়ে যাওয়া ও অতিরিক্ত কীটনাশক দিয়ে মাছ নিধন করাকে দায়ী করছে শুঁটকি উৎপাদনে জড়িত পরিবারগুলো। তাই এ খাতকে বাঁচিয়ে রাখতে নদ-নদী ও জলাশয়গুলো পুনঃখনন, সরকারিভাবে প্রশিক্ষণসহ সহযোগিতার দাবি তাদের। জেলা মৎস্য অফিসের দেওয়া তথ্যমতে, এক দশক আগে এ জেলায় প্রতি বছর ৫০০ টন শুঁটকি উৎপাদন করা হতো। যা দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। যার বাজার মূল্য ছিল প্রায় ১০ কেটি টাকা। কিন্তু বর্তমানে শুঁটকি উৎপাদন নেমে এসে দাঁড়িয়েছে এক চতুর্থাংশে। সে হিসেবে কমেছে টাকার হিসাবটাও। আজমিরীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, শুঁটকি উৎপাদনে ভর মৌসুমেও নেই আগের মতো কর্ম তৎপরতা। হাতেগোনা কিছু কিছু পরিবার শুঁটকি উৎপাদন প্রক্রিয়াজাতকরণ করছে। শুঁটকি উৎপাদনকারী পরিবারগুলোর সঙ্গে আলাপ করে জানা গেছে, এ খাতটি এখন আর লাভজনক নয়, তাই এতে আগ্রহ হারাচ্ছেন অনেক পরিবার। তারা বলছেন, যে দামে মাছ ক্রয় করে শুঁটকি উৎপাদন করা হয় সেই দামও শুঁটকি বেচে পাওয়া যায় না। তাই অন্য পেশায় ঝুঁকছেন এক সময়ে শুঁটকি ব্যবসার সঙ্গে জড়িত পরিবারগুলো। এরই একটি চিত্র ফুটে উঠে আজমিরীগঞ্জ উপজেলার দিঘলবাগ গ্রামে। এক সময় এ গ্রামটির ৬০ শতাংশ পরিবার কম বেশি শুঁটকি উৎপাদনের সঙ্গে জড়িত ছিল। অথচ এ বছর এ গ্রামে মাত্র তিনটি পরিবার সীমিত পরিসরে শুঁটকি উৎপাদন করছে। একই অবস্থা উপজেলার নোয়াগাঁও, বিরাট, কোদালিয়া, বদলপুরসহ শুঁটকি উৎপাদনের জন্য প্রসিদ্ধ সবগুলো গ্রামের। জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, শুঁটকি ব্যবসায়ীদের প্রশিক্ষণের পাশাপাশি সরকারিভাবে অর্থিক প্রণোদনা দেওয়া হবে। হাওরাঞ্চলে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কাজ করছে মৎস্য বিভাগ। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
শিরোনাম
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
হবিগঞ্জে নদ-নদী খাল বিলে মিলছে না কাক্সিক্ষত মাছ
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় জলবায়ু অর্থায়ন ন্যায্যভাবে বণ্টন করতে হবে: পরিবেশ উপদেষ্টা
৪৩ মিনিট আগে | জাতীয়

বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
৪৫ মিনিট আগে | দেশগ্রাম

ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম