শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের গরুর গাড়ি

নড়াইল প্রতিনিধি

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের গরুর গাড়ি

গ্রামের মেঠোপথে এখন আর গরুর গাড়ি চোখে পড়ে না। নড়াইলের হোগলাডাঙ্গা বিল এলাকা থেকে তোলা ছবি -বাংলাদেশ প্রতিদিন

এক সময়ে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী বাহন ছিল গরুর গাড়ি। যন্ত্রচালিত লাঙল, পাওয়ার টিলারসহ নানা বাহনের উদ্ভাবনের ফলে আজ বিলুপ্তির পথে ‘গরুর গাড়ি’। নড়াইলের সর্বত্র এক সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এ বাহন। সময়ের ব্যবধানে এখন গরুর গাড়ি স্থান পেয়েছে বইয়ের পাতা ও রূপকথার গল্পে। দুই চাকাবিশিষ্ট গরু বা বলদে টানা এক প্রকার বিশেষ যান গরুর গাড়ি। এ যানে সাধারণত একটিমাত্র অক্ষের সঙ্গে দুটি চাকা যুক্ত থাকে। গাড়ির সামনের দিকে একটি জোয়ালের সঙ্গে দুটি গরু বা বলদ জুটি মিলে টেনে নিয়ে চলে। সাধারণত চালক বসেন গাড়ির সামনের দিকে। পেছনে বসেন যাত্রীরা। বিভিন্ন মালপত্র বহন করা হয় গাড়ির পেছন দিকে। কৃষিপণ্য বহনের কাজে গরুর গাড়ির প্রচলন ছিল ব্যাপক। জানা যায়, গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। খ্রিস্টের জন্মের ১৫০০-১৬০০ বছর আগেই সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন ছিল। যা সেখান থেকে ক্রমে ক্রমে দক্ষিণেও ছড়িয়ে পড়ে। গ্রাম বাংলায় এ ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। নবান্ন, নতুন বছরকে ঘিরে আয়োজন করা হত গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। এসব এখন আর নেই। সময়ের প্রয়োজনে মানুষ যন্ত্র নির্ভর হয়ে পড়েছে। সব কাজে ব্যবহার হচ্ছে বাস, ট্রাক, পাওয়ার টিলার, লরি, নসিমন-করিমন, অটোরিকশা, ভটভটিসহ বিভিন্ন মালবাহী গাড়ি।

তবে নড়াইলের গ্রামাঞ্চলে দু-একজন কৃষক এখনো প্রাচীন ঐতিহ্যটি ধরে রাখার চেষ্টা করছেন শখের বসে কিংবা প্রয়োজনের তাগিদে।

সর্বশেষ খবর