মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল অভিযান শুরু করেছে গণপূর্ত অধিদফতর। এ দিন মাইজদী ফ্ল্যাট রোর্ডের দুই পাশের অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গণপূর্ত অধিদফতর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মাইজদীর সোনালী ব্যাংক এলাকা থেকে বকশি মিজির পোল পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় প্রধান সড়কের দুই পাশে শতাধিক ব্যক্তি সরকারি সম্পত্তি দখল করে দোকানপাট নির্মাণ করেছেন। কেউ কেউ এ বছরের জন্য বন্দোবস্ত নিয়ে গড়ে তুলেছেন বহুতল ভবন। কেউ সামনের অংশ বন্দোবস্ত নিয়ে পিছনে ৬০-৭০ ফুট পর্যন্ত দখল করেছে। আবার কেউ কেউ বন্দোবস্ত ছাড়াই বাঁশ, কাঠ দিয়ে খুপরি ঘর তুলেছেন। এ বিষয়ে দখলকারীদের নোটিস করলেও তারা স্থাপনা সরাননি। সবশেষ গত শনিবার মাইকিং করা হয়। অভিযানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশসহ গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর