মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় গতকাল বিকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণীর (১৯) মৃত্যু হয়েছে। নিহত তরুণীর পরনে গোপালী ট্রেনে কাটা পড়ে নিহত তরুণীর পা ও শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে। হাইটেক পার্ক রেলস্টেশন কর্তৃপক্ষ জানান, জয়দেবপুর যমুনা সেতু রেলপথের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্ক স্টেশনের পশ্চিম পাশে গোয়াল বাথান নামক স্থানে অজ্ঞাতনামা ওই তরুণী কানে হেডফোন লাগিয়ে রেললইন দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন পিছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় মামলা হয়েছে।

এ সময় তরুণীর একটি পা, শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় তরুণীর অবশিষ্ট দেহ রেলপথের স্লিপারের মাঝে আটকে গেলে উভয় পাশের ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। ঘটনাস্থলের দুই পাশে দুটি ট্রেন এসে অপেক্ষা করতে থাকে। বঙ্গবন্ধু হাইটেক পার্ক স্টেশন কর্তৃপক্ষের লোকজন গিয়ে নিহতের লাশ সরিয়ে নিলে আবার ট্রেন চলাচল শুরু হয়।

কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইকেট সিটির রেলস্টেশন মাস্টার হায়দার আলী জানান, ট্রেনের চালক বার বার হর্ণ দিলেও তরুণী রেলপথ থেকে সরে যায়নি। ধারণা করা হচ্ছে যে, নিহত তরুণী দুই কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে ছবি ধারণ করছিল। জয়দেবপুর রেলওয়ের পুলিশের (এসআই) শহিদুল ইসলাম ট্রেনে কাটা পড়ে ওই তরুণী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর