ফরিদপুরে তিন ফসলি জমির মাটি কেটে খাদ বানিয়ে ট্রাকে করে মাটি নেওয়া হচ্ছে ইটের ভাটায়। এ ঘটনায় সংক্ষুব্ধ কৃষকেরা মাটি কাটার একটি বেকু মেশিন আটকের পর জমি থেকে সরিয়ে দিয়েছেন। তবে ইটভাটার মালিক দাবি করেছেন, ফরিদপুরের এসি ল্যান্ড অফিস থেকে সরেজমিনে তদন্ত করে তাদের মাটি কাটার অনুমতি দিয়েছেন। কিন্তু চাঁদা না দেওয়ায় তাকে মাটি কাটতে দিচ্ছে না একটি মহল। অপরদিকে এসি ল্যান্ড কর্মকর্তা বলছেন, ওই গ্রামে তদন্তে যাওয়া বা মাটি কাটার অনুমতি দেওয়ার কোনো তথ্য তার জানা নেই। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখা হতে সেখানে মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামের ফসলি মাঠে খেতের জমি নষ্ট করে বেকু মেশিন দিয়ে মাটি কাটার ওই ঘটনাকে কেন্দ্র করে শতাধিক কৃষক তাদের জীবিকার অবলম্বন নিয়ে শঙ্কিত। বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (চতুর্থ পর্যায়) এর আওতায় নরসিংহদিয়া গ্রামের ওই জমিতে ২০২০-২১ অর্থবছরে বিএডিসি ২ কিউসেক গভীর নলকূপ সেচ স্কিমে ৩০০ মিটার ভূগর্ভস্থ সেচনালা নির্মাণ করেছে। জানা গেছে, ‘কানাইপুর অটো ব্রিক’ নামে একটি ইটভাটার জন্য এই মাটি কাটা হচ্ছে। ভুয়ারকান্দি গ্রামের মৃত হাশেম শেখের স্ত্রী বিধবা ফাতেমা বেগমের ১২০ শতাংশ জমি থেকে মাটি কাটার জন্য ১০ হাজার টাকা অগ্রিমে চুক্তি করেছেন ভাটা মালিক আবুল বাশার। ফাতেমা বেগম বলেন, প্রতি ট্রাক মাটি ৩৪০ টাকা কইর্যা বেচছি।’ বিএডিসির সেচ প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তা আবদুর রশিদ বলেন, আমরা তাদের এভাবে মাটি কাটতে নিষেধ করেছি। ডিসি অফিস, ভূমি অফিস ও ইউএনও অফিসকেও জানিয়েছি এ ব্যাপারে, যেন মাটি কাটা না হয়। মাটি কাটার সঙ্গে জড়িত আবুল বাশার অভিযোগ করে বলেন, ‘সেখানে যারা বাধা দিচ্ছে তাদের কারোরই জমি নাই। তারা চাঁদা চেয়েছিল। দেইনি বলে বাধা দিচ্ছে।’ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, ‘আমার জানা মতে সেখানে কাউকে মাটি কেটে পুকুর তৈরির অনুমতি দেওয়া হয়নি। ইটভাটার মালিকেরা মাটি কাটার জন্য নানা কৌশল অবলম্বন করে।’ বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
- নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
- জমি নিয়ে বিরোধে শিশুকে নির্যাতনের অভিযোগ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম