সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

খামারে হামলার ঘটনায় পিতা-পুত্র গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ‘সিক্স ফার্মারস এগ্রো ফার্ম লিমিটেড’ এর মালিক ব্যারিস্টার রাশেদুল ইসলাম রাজীবকে তুলে নিতে তার খামারে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এর আগে তাদেরকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঘটনার মূল অভিযুক্ত নূর নবী ওরফে রড নূর নবী ও তার ছেলে আবদুল্লা আল মামুন। এদিকে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছে খামারের মালিক ব্যারিস্টার রাশেদুল ইসলাম রাজীব। মামলায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। রাজীব আইনজীবী ও সদর উপজেলার টুমচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকার ব্যবসায়ী নূর নবী ওরফে রড নূর নবী ও তার ছেলে ছাত্রলীগ নামধারী মামুন সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামে ব্যারিস্টার রাজীবের খামারে হামলা চালায়। এ সময় ভাড়াটে লোকজন নিয়ে ওই খামারে ঢুকে কর্মীদের হুমকি এবং ভাঙচুর ও গরু-ছাগলের গলার রশি কেটে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করে তারা।

 

সর্বশেষ খবর