সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কারখানা বন্ধের ঘোষণায় বিক্ষোভ সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

কারখানা বন্ধের ঘোষণায় বিক্ষোভ সড়ক অবরোধ

গাজীপুরে ছুটি-সংক্রান্ত দাবি নিয়ে মতদ্বৈততার কারণে আগে নোটিস ছাড়াই কারখানা বন্ধের ঘোষণায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন দেশীপাড়া এলাকায় ইমন ফ্যাশন লিমিটেড কারখানায় ১ হাজার ৯৮৮ জন শ্রমিক কাজ করেন। তারা বিভিন্ন ছুটি ও অর্জিত ছুটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কিছু দিন ধরে আলোচনা করে আসছেন। কিন্তু মালিকপক্ষের সঙ্গে কোনো সমঝোতা হচ্ছিল না। অন্যান্য দিনের মতো শ্রমিকরা গতকাল সকালে কারখানায় কাজে এলে প্রধান ফটকের সামনে দেখতে পান অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা-সংক্রান্ত নোটিস। ওই নোটিস দেখে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে প্রথমে কারখানার সামনের সড়ক এবং পরে জয়দেবপুরে-শিববাড়ি মহাসড়ক অবরোধ করেন। বেলা ১১টার দিকে  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, মালিক এবং শ্রমিক পক্ষ নিয়ে বসে সমাধান করা হয়েছে।

সর্বশেষ খবর