ফরিদপুরের ভাঙ্গায় ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে গতকাল দফায় দফায় সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। পুলিশ শর্ট গানের গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ক্রিকেট খেলা নিয়ে কাফুরিয়া সদরদী ও সোনাখোলা মহল্লার দুই দল তরুণের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গতকাল সকাল ১০টার দিকে সোনাখোলার তিন-চারজন তরুণ কাফুরিয়া সদরদী মহল্লার দুই তরুণকে মারপিট করে। কিছুক্ষণ পর হোগলাডাঙ্গী এলাকার বাসিন্দা মুশফিক মৃধাকে মারধর করে সোনাখোলা মহল্লার লোকজন। এই ঘটনার প্রতিবাদে কাফুরিয়া সদরদী এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে সোনাখোলা এলাকায় হামলা চালায়। সোনাখোলার লোকজন প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ভাঙ্গা থানা পুলিশ শর্টগানের ৪৫টি গুলি, কাঁদানে গ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড ছুড়ে বিকাল ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাধ্যে পাঁচজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকির ও বর্তমান চেয়ারম্যার আকতারুজ্জামানের তিতাসের সমর্থকদের মধ্যে গতকাল ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ অফিস ও ইউনিয়ন পরিষদ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
শিরোনাম
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন