সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভাঙ্গায় মেধাবীদের বৃত্তি প্রদান

ভাঙ্গা প্রতিনিধি

ভাঙ্গায় ‘সুভাষিণী মল্লিক ও জীতেন্দ্রনাথ মল্লিক স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে পৌরসভার চন্ডীদাসদী মহল্লার চন্ডীদাসদী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সুভাষিণী মল্লিক ও জীতেন্দ্রনাথ মল্লিক স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন মল্লিক। উপস্থিত ছিলেন- সুধীর মল্লিক, ড. বিপ্লব বালা, মুন্সী রুহুল আসলাম প্রমুখ।

ভাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, অসীম কুমার দাস, সুভাষ চৌধুরী,  বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এ কে এম আলীয়াজ্জামান, প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মল্লিক, ভাঙ্গার সরকারি কে এম কলেজছাত্র সংসদের সাবেক ভিপি সাইফুর রহমান  প্রমুথ।  বক্তব্য রাখতে গিয়ে গবেষক ও নাট্য ব্যক্তিত্ব  ড.  বিপ্লব বালা বলেন, মুখস্থ নির্ভর শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। শিক্ষা হতে হবে আনন্দের সঙ্গে। শিক্ষার্থীরা যেন নিজের থেকে শিক্ষার পদ্ধতি খুঁজে পায়। তিনি আরও বলেন, মানুষকে সুবুদ্ধির মানুষ হতে হবে। শিক্ষার্থী তথা ছোটরা হবে আমাদের লক্ষ্য, আর শিক্ষক, অভিভাবকসহ বড়রা হবে উপলক্ষ। শুধু ডিগ্রি ও পরীক্ষার ফল দিয়ে সমাজ চলে না। ডিগ্রি ছাড়া লোকই আমাদের সমাজ বাঁচায়। তিনি আরও বলেন, অন্যের কল্যাণের জন্য যা ভাবা হয়, তাই মহত্ম। শুধু ব্যক্তি, তথা পরিবার নয় সমাজের কাছেও আমাদের ঋণ আছে। সেই ঋণ অবশ্যই বড়দের শোধ দিতে হবে। অনুষ্ঠানে চন্ডীদাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নয়জন শিক্ষার্থীর মধ্যে এককালীন ৩৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

সর্বশেষ খবর