বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নীলফামারী বাইপাস সড়কে ৪২ বাঁক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা শহরের বাইপাস সড়কটি তিন বছর আগে সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ২৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। তবে তার সুফল থেকে বঞ্চিত এলাকাবাসী। নীলফামারী জেলা শহরের কালিতলা থেকে পুলিশ লাইন্স পর্যন্ত ৭ দশমিক ৭৪ কিলোমিটার বাইপাস সড়কটি যাতায়াতে বাঁক (আঁকাবাঁকা) পার হতে হয় ৪০ থেকে ৪২টি। এতে দুর্ভোগে পড়ে বাস, ট্রাকসহ দূরপাল্লার ভারী যানবাহনগুলো। ফলে ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

ট্রাকচালক হানিফ মিয়া বলেন, ‘কালিতলা মোড় থেকে ওই সড়কটি চালু হলে প্রধান শহরটি যানজট মুক্ত হবে। বড় ট্রাক ও বাস বাইপাশ সড়কের বাঁকগুলোতে ঘুরানো যায় না। তাই সড়কটি সোজা করলে যানবাহন চলাচল সহজ হবে। নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বাইপাশ সড়কটি চালু বা সোজা করতে  গেলে প্রায় ৮ দশমিক ৪ একর জমির প্রয়োজন। এটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত এ সমস্যার সমাধান হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর