গাজীপুরে দোকান থেকে কেক ও পেটিস খেয়ে শিশু দুই বোনের মৃত্যু এবং তাদের ছয় মাস বয়সের ফুপাতো বোন অসুস্থ হওয়ার ঘটনায় দোকান মালিক, বেকারি কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে ওই ঘটনায় নিহতদের বাবা সদর থানায় মামলা করেন। গ্রেফতাররা হলেন- সাইফুল ইসলাম, সোহেল রানা, শহিদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন।