বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাত দিন ধরে নিখোঁজ পল্লী চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সেলিম হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসক সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে নিজের চেম্বার থেকে সেলিমকে তুলে নেওয়া হলেও ডিবি পুলিশ, পিবিআই, র‌্যাবসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে তার সন্ধান মেলেনি। নিখোঁজ সেলিম হোসেনের দুই স্ত্রী, চার সন্তান গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এ সময় সেখানে তাদের আত্মীয়-স্বজন ও জেলা পল্লী চিকিৎসক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সেলিম হোসেন যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের আলা বক্সের ছেলে। তিনি যশোর শহরতলীর গাজীর বাজারে রিনা মেডিকেল নামে একটি চেম্বার খুলে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

সংবাদ সম্মেলনে তার দুই স্ত্রী বলেন, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় চেম্বারের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস দাঁড়ায়। গাড়ি থেকে ১০-১২ জন নেমে ভিতরে ঢুকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক বলে পরিচয় দিয়ে বলেন তাকে এখনই তাদের সঙ্গে যেতে হবে। সেলিম তাদের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে তারা না দেখিয়ে চেম্বারের সার্টার বন্ধ করে তাকে গাড়িতে তুলে নিয়ে যান। এরপর স্ত্রী ও স্বজনরা সেলিমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পান। জেলা পল্লী চিকিৎসক সমিতির সহসভাপতি নজরুল ইসলাম বলেন, সেলিম নিখোঁজ হওয়ার পর আমরা থানায় সাধারণ ডায়রি করি। পিবিআই ও র‌্যাবকেও বিষয়টি জানানো হয়েছে। সাত দিন পার হয়ে গেলেও সেলিমের খোঁজ না পাওয়ায় আমরা হতাশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

সর্বশেষ খবর