শিরোনাম
বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার অনন্ত মোড় থেকে দোগাছি পর্যন্ত সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সড়কটির পুনর্নির্মাণ কাজ ২০২২ সালের এপ্রিল মাসে শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। শুরু থেকেই কাজের বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ রয়েছে। বর্তমানে তিনটি পয়েন্টে আরসিসি ঢালাই কাজেও অনিয়ম হচ্ছে। পাবনা উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, অনন্ত বাজার থেকে দোগাছি রাস্তায় সরকারি বরাদ্দ ৭ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা। রাস্তার আনিস মোড়, লাউদারা ও দ্বীপচর এ তিনটি পয়েন্টে আরসিসি ঢালাই কাজ রয়েছে। শিডিউল অনুযায়ী ঢালাইয়ে প্রতি মিশ্রণে এক বস্তা সিমেন্ট, এক বস্তা মোটা বালু, দুই কড়াই সাদা বড় পাথর, এক কড়াই কালো বড় পাথর, এক কড়াই ছোট কালো পাথর এবং ২০০ মিলিলিটার অ্যাডমিক্সার দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সুষম মিশ্রণ না হলে ঢালাইয়ের গুণগত মান খারাপ ও স্থায়িত্ব কম হবে। দ্বীপচর পয়েন্টে ঢালাই কাজে উপকরণের নির্ধারিত অনুপাত মানা হচ্ছে না এমন অভিযোগ করেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগে গণমাধ্যমকর্মীরা সেখানে গিয়ে অভিযোগের প্রমাণ পান। সরেজমিন দেখা যায়, উপজেলা প্রকৌশল অফিসের কার্য-সহকারী আমিরুল ইসলামের উপস্থিতিতে দ্বীপচর পয়েন্টে ঢালাই মিক্সার মেশিনে উপকরণ মেশানো হচ্ছে। শিডিউলে নির্ধারিত অনুপাত না মেনে শ্রমিকরা এক বস্তা সিমেন্টের, সঙ্গে ছয়-সাত কড়াই পাথর মিশিয়ে মিশ্রণ তৈরি করছেন। মোটা বালুর সঙ্গে মেশানো হয়েছে চিকন বালু। সাদা ও কালো পাথরের অনুপাতও মানা হচ্ছে না। দেওয়া হচ্ছে না দ্রুত জমাট বাঁধার উপকরণ অ্যাডমিক্সারও। ঢালাই কাজের ছবি তোলার বিষয়টি বুঝতে পেরে কার্য-সহকারী আমিরুল শ্রমিকদের অনুপাত সঠিকভাবে দেওয়ার জন্য বলেন। তখন সংবাদকর্মীরা অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্ধারিত অনুপাত মেনেই কাজ হচ্ছিল। আপনারা আসার পর কয়েকবার শ্রমিকরা এদিক-ওদিক করেছেন। মিশ্রণে শিডিউলের নির্দেশনা না মানার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রকি বলেন, সব ঠিকমতোই হচ্ছে।

আপনার দরকার হলে সারা দিন দাঁড়িয়ে থেকে মিশ্রণের অনুপাত গুনতে থাকেন। সদর উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, শিডিউলের নির্ধারিত অনুপাতের বাইরে কাজ করার সুযোগ নেই। আমি সকালে নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশনা দিয়েছি। অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর