পাবনার ঈশ্বরদীর শুধু লক্ষ্মীকুন্ডা ইউনিয়নেই চলছে ৫২টি অবৈধ ইটভাটার কার্যক্রম। এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। ইট তৈরির জন্য মাটি কাটায় বিনষ্ট হচ্ছে কৃষি জমি। ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। কৃষিজমি নষ্ট করে গড়ে ওঠা এসব ইটভাটা দীর্ঘদিন ধরে কীভাবে চালু রয়েছে, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল। ভাটার ইট পরিবহনের কারণে লক্ষ্মীকুন্ডা ও পার্শ্ববর্তী সাহাপুর ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়েছে। এসব সড়কে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। লক্ষ্মীকুন্ডা ইউপির তিনটি গ্রাম কামালপুর, দাদাপুর ও বিলকেদার ঘুরে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে দেদার। ভাটা নির্মাণের জন্য চিমনীর উচ্চতা ও অন্য যে নির্দেশনা রয়েছে তার অধিকাংশ মানছেন না মালিকারা। এখানে ৫০টি অটোফিস ও দুটি জিকজ্যাক (হাওয়া) ভাটা রয়েছে। অটোফিস ভাটার সবগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে। ভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ, নিধন হচ্ছে গাছপালা। ভাটা মালিকরা অবৈধ উপায়ে পদ্মার চরের ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করে থাকেন। স্থানীয় সচেতন মহল বলছে, সবাইকে ম্যানেজ করেই বছরের পর বছর চলছে এসব অবৈধ ইটভাটা। অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হলেও তা লোক দেখানো। এসব অবৈধ ভাটা ভেঙে গুঁড়িয়ে না দিলে বন্ধ হবে না। জেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ জানান, ওই ইউনিয়নে বিপুল সংখ্যক ইটভাটা গড়ে ওঠায় কৃষি জমির পরিমাণ কমেছে। ভাটার নিঃসরিত ধোঁয়ায় আম-লিচু-কাঁঠাল বাগান এবং ফসলি জমির ওপর প্রভাব পড়ছে। দূষণে জনজীবন ক্রমশ হুমকির মুখে পড়ছে। উপজেলা প্রকৌশলী এনামুল কবীর বলেন, ভাটার ইট ও ড্রামট্রাকে বালু পরিবহনের জন্য ওই এলাকার রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। নতুন করে রাস্তা নির্মাণ করা ছাড়া উপায় নেই। ভারী পরিবহন চলাচল বন্ধ না হলে নতুন রাস্তা নির্মাণ করেও লাভ হবে না। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল কায়েস জানান, অবৈধ ইটভাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। মাঝেমধ্যে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হচ্ছে। গুঁড়িয়ে দেওয়া হয় না কেন জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পাবনা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তাদের (ভাটামালিক) পরিবেশ ছাড়পত্র নেওয়ার জন্য বলেছি। তারা আবেদন করলে যাচাই-বাছাই করে ছাড়পত্র দেব। আর যারা নেবেন না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন