শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সুন্দরবনে বাঘ গণনায় স্থাপিত ক্যামেরা চুরি

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনের পশ্চিম সুন্দরবন রেঞ্জে বাঘ গণনার কাজে স্থাপিত ৩৭৬টি ক্যামেরার মধ্যে আটটি চুরি হয়ে গেছে। শ্যামনগ উপজেলার সুন্দরবনের নোটাবেঁকী অভয়ারণ্য অঞ্চল থেকে এসব ক্যামেরা           চুরি হয়। সম্প্রতি বিষয়টি বনবিভাগের নজরে আসে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা উদঘাটন করা সম্ভব হয়নি।

জানা গেছে, সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘ গণনার কাজ চলছে। এ জন্য ক্যামেরা ট্রাপিং গ্রুপ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে গাছে গাছে ক্যামেরা স্থাপনের কাজ করছে। ইতোমধ্যে সাতক্ষীরা রেঞ্জে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে নোটাবেঁকী অভয়ারণ্য অঞ্চলে স্থাপিত আটটি ক্যামেরা পাওয়া যাচ্ছে না।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যামেরা চুরির বিষয়টি বনবিভাগের নজরে এসেছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর