শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দুই লিঙ্গ নিয়ে জন্ম নিল এক শিশু

ফেনী প্রতিনিধি

দুই লিঙ্গ নিয়ে জন্ম নিল এক শিশু

ফেনী জেনারেল হাসপাতালে দুই লিঙ্গ (পুরুষ ও নারী) নিয়ে জন্ম নিল একটি শিশু। গতকাল সকাল ৭টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তার জন্ম হয় বলে জানান শিশুটির পিতা মহিউদ্দিন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার মঠুয়া এলাকার বাসিন্দা রাজ মিস্ত্রি মহিউদ্দিন জানান, সকাল ৭টার দিকে তার স্ত্রীর তসলিমার (১৯) গর্ভে একটি সন্তান জন্ম নেয়। জন্মের পর চিকিৎসক জানিয়েছেন, তার সন্তান দুই লিঙ্গ নিয়ে জন্ম নিয়েছে। তাই এই মুহূর্তে জন্ম নেওয়া শিশু ছেলে না মেয়ে তা বলা যাবে না। তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন আগামীকাল শিশুটিকে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেন, আমি গরিব মানুষ চট্টগ্রামে নিয়ে নবজাতক শিশুর চিকিৎসা করানো আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আমি ব্যাপারটি নিয়ে খুবই সমস্যায় আছি। ফেনী জেনারেল হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল দুই লিঙ্গ নিয়ে একটি নবজাতক শিশু জন্মের সত্যতা নিশ্চত করেছেন। তিনি বলেন, শিশুটি বর্তমানে সুস্থ আছে। শিশুটির কি চিকিৎসা দিয়ে একটি লিঙ্গ করা হবে তা পরবর্তীতে জানানো হবে।

সর্বশেষ খবর