শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে আট প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে আট প্রাণহানি

দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস ইন্দ্রপুলে ভোরে দুই বাসের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত রুবেল নগরীর কোতোয়ালি থানার নুরুল আনোয়ারের ছেলে। একই সময় হাটহাজারী উপজেলার নন্দীরহাটে ট্রাকের ধাক্কায় আকরাম শেখ (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি বাগেরহাট জেলায়।

গাজীপুর : ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মিয়ারবাজার এলাকায় বৃহস্পতিবার রাতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার রায়েদ ইউনিয়নের রাসেল (১৯) ও শাকিল (১৮)।

রংপুর : পীরগঞ্জ উপজেলার বড়দরগায় দুপুরে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মমিনুল ইসলাম নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত মমিনুল বড়দরগা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনায়।

জয়পুরহাট : সকালে জয়পুরহাট-হিলি সড়কের গতনশহরে বাস-ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে ফারুক হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক আজিজুল হক বাবু।

চাঁপাইনবাবগঞ্জ : নাচোলের ফুলকুঁড়িতে সকালে প্রাইভেটকার- ভ্যানগাড়ির সংঘর্ষে নিহত হয়েছেন প্রাইভেটকারের যাত্রী আবদুল মান্নান (৪৮)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরে।

কিশোরগঞ্জ : কুলিয়ারচরের আখড়ামোড়ে দুপুরে অটোরিকশা উল্টে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ খবর