সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেখতে ভিড়

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের এক লাইনে দাঁড়িয়ে আছে শীতাতপ নিয়ন্ত্রিত একটি রেলকোচ। সেই কোচের দেয়াল জুড়ে রং তুলির আঁচড়ে ফুটে আছে ভাষা আন্দোলন, ছয় দফাসহ বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাস। বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের গৌরব গাঁথার ইতিহাস জানাতে এই রেলটিই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর।’ রেল জাদুঘরটি বিরামপুর রেলস্টেশনে আসার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকার মানুষ  দেখার জন্য ছুটে আসেন। জাদুঘরটি দেখতে ভিড় করছেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন বয়সী ও শ্রেণি- পেশার মানুষ। ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি বৃহস্পতিবার রাত থেকে অবস্থান করছে বিরামপুরে। ২ মার্চ এটি ছেড়ে যাবে। গত বছরের ২৭ এপ্রিল ঢাকার কমলাপুর স্টেশনে ভ্রাম্যমাণ রেল জাদুঘরটির উদ্বোধন করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত পরিপাটি করে সাজানো রেলবগিতে বঙ্গবন্ধুর ছবি সংবলিত মুজিব শতবর্ষের লোগো, বঙ্গবন্ধুর জীবন-আন্দোলনের সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে ভিডিওর মাধ্যমে। এই জাদুঘরে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ১২টি গ্যালারির মাধ্যমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে। বিরামপুর উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ওসি রেল জাদুঘর পরিদর্শন করেছেন।

সর্বশেষ খবর