মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সরকারি বই ভাঙারি দোকানে বিক্রি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়িরভিটা আনন্দবাজারে ভাঙারির দোকানে সরকারি বই বিক্রির সময় জনতার হাতে ধরা পড়ে। তখন বই বিক্রির জন্য নিয়ে আসা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও নৈশপ্রহরীকে অবরুদ্ধ করে রাখা হয়। গত রবিবার রাতে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার হরিরামপুর বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী উত্তম কুমার ও শিক্ষিকা চামেলী বেগম বিদ্যালয়ের ৪২৭টি সরকারি পাঠ্যবই বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। চামেলী বেগম বলেন, স্কুলের বিদ্যুৎ বিল ও সাউন্ডবক্স মেরামতের জন্য গুদাম পরিষ্কার করে পুরনো বইগুলো বিক্রির জন্য আনা হয়েছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

সর্বশেষ খবর