বগুড়ার দুপচাঁচিয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেজে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সিও অফিস মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। নাম পরিচয় পরিবর্তন করে তারা ভুয়া পরিচয়পত্র তৈরি করেছিলেন। তাদের কাছ থেকে ম্যাজিস্ট্রেট পরিচয়ের ১২টি ভিজিটিং কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন সঞ্জয় চন্দ্র শীল ও শয়ন কুমার শীল। ইউএনও সুমন জিহাদী বলেন, গ্রেফতাররা পেশাদার প্রতারক চক্রের সদস্য। দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।