বন্যায় পানির তীব্র স্রোতে সেতু ভেঙে গেছে। কয়েকটি জায়গায় সেতুর খণ্ডিতাংশ দাঁড়িয়ে ও কিছু পানিতে ডুবে আছে। লালমনিরহাটের দিগলটারি এলাকায় দালাইলামা ছড়ার ওপর নির্মিত সেতুটি এভাবে আট বছর ধরে পড়ে আছে। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে শত শত পরিবার। এদিকে এ কারণে সৃষ্ট জলাবদ্ধতায় এ এলাকার বিপুল সংখ্যক কৃষক তেমন কোনো ফসল আবাদও করতে পারেন না। বারবার আবেদন করলেও জনপ্রতিনিধিরা নিচ্ছেন না কোনো ব্যবস্থা, অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা জানায়, জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিগলটারি বিজিবি ক্যাম্পের পূর্বে এবং ডিগ্রিচর এলাকার মধ্যবর্তী স্থানে এই ভাঙা সেতু। এ কারণে বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই পাড়ের অন্তত আট শতাধিক পরিবারকে। স্থানীয়রা আরও জানায়, ২০১৬ সালে স্থানীয় সরকার প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু মাত্র এক বছরের মাথায় ২০১৭ সালের বন্যায় সেটি ভেঙে ভেসে যায়। এরপর থেকে স্থানীয়রা কার্যত বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। ভারত থেকে আসা গিরিধর নদীর পানির প্রধান প্রবাহ এই এলাকায়। বর্ষা মৌসুমে নদীর পানি উপচে দুই পাশে ছড়িয়ে পড়ে। বন্যা শেষ হলেও নিচু এলাকা হওয়ায় সেখানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। মানুষের যাতায়াতও প্রায় বন্ধ হয়ে পড়ে। এই ভাঙা সেতুর কারণে দুই পাড়ের মানুষকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন গুরুতর অসুস্থ, শিক্ষার্থী এবং কৃষক। স্থানীয় বাসিন্দা নুর মোসলেম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তাঘাট কাঁচা, তার ওপর সেতুটি ভেঙে পড়ে আছে। বর্ষাকালে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আমরাও চলাচল করতে পারি না। কেউ অসুস্থ হলে চিকিৎসায় অসুবিধা হয়। তখন তাকে কাঁধে করে নিয়ে যেতে হয়, কোনো যানবাহন আসার উপায় নেই। আলমগীর হোসেন বলেন, বর্ষাকালে আমরা পুরোপুরি বন্দি হয়ে যাই। কৃষক জামাল হোসেন বলেন, ওই সেতুর পাশেই আমার দুই বিঘা জমি। সারা বছর জলাবদ্ধ থাকে। এ কারণে আমি সেখানে তেমন কিছুই আবাদ করতে পারি না। এলজিইডি নির্বাহী প্রকৌশলী কাওসার আলম বলেন, সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে দ্রুত কাজ করা সম্ভব হবে।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
সেতু ভেঙে দুর্ভোগে আট বছর
লালমনিরহাট - চলাচলে ভোগান্তি পোহাচ্ছে শত শত পরিবার, সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর