সাগরপথে মানব পাচারে জড়িত সংঘবদ্ধ চক্রের গোপন বন্দিশালা অভিযান চালিয়েছে বিজিবি। এ সময় পাচারকারী চক্রের চার নারী সদস্যকে আটক এবং শিশুসহ আটজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় এই অভিযান চালানো হয়। গতকাল বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।
আটকরা হলেন-টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়ার মৃত আফাজ উদ্দিনের স্ত্রী সাহারা খাতুন (৬২), তার মেয়ে জুহুরা (৪৩) ও আসমা (১৯) এবং আবদুল মোতালেবের মেয়ে শাবনুর (২০)।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সোমবার পানছড়ি এলাকার আবদুল মোতালেবের বসতঘরে বিজিবির একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত ওই ঘর থেকে চার নারী পাচারকারীকে আটক করা হয়।
এ ছাড়া শিশুসহ আটজন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে রয়েছে দুই শিশু ও ছয় নারী। আটক চার নারী পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।