ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। দুপুরে উপজেলার দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে দানা মিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার বিরোধ চলছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের সংঘর্ষ হয়। এর জেরে শনিবার ও গতকাল ফের উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরাইল থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন, জমির বিরোধ কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়।