মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সীমান্ত পিলার ১৩২/৩-এস এর কাছে ভারতীয় অংশে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে কাথুলী ক্যাম্পের কোম্পানি দপ্তর কমান্ডার নায়েক সুবেদার মো. কামরুজ্জামান ও ভারতের পক্ষে বিএসএফ-৫৬ ব্যাটালিয়নের তেইলপুল কোম্পানি দপ্তরের কমান্ডার এএসআই আঞ্চ কুমার নেতৃত্ব দেন। সুবেদার মো. কামরুজ্জামান জানান, হস্তান্তর হওয়া ব্যক্তিদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়ে তারা শ্রমিকের কাজ করতেন। পরে দেশটির পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।