পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই শামীম শেখকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশান থেকে সোমবার তাকে গ্রেপ্তার করে পিরোজপুর আনা হয়। শামীম শেখ শাহজালাল ইসলামী ব্যাংক গুলশান-১ শাখায় কর্মরত ছিলেন জানা গেছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার শেখ মোহাম্মদ আবু নাসের। শামীমের বিরুদ্ধে গত বছরের ৩০ আগস্ট শরিফুজ্জামান নামে এক ব্যবসায়ী মামলা করেন।