বান্দরবানের লামায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক (২৫)-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে লামা থানায় মামলাটি করেন। লামা থানার ওসি তোফাজ্জল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। আসামিদের মধ্যে আরও রয়েছে- মিজবাহ উদ্দিন মিন্টু, মহিউদ্দিন, এবি ওয়াহিদ, শওকত ওসমান।