বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাম জোটের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানিতেলসহ নিত্যপণ্যের দাম কমানো, সেচের বিঘাপ্রতি মূল্য নির্ধারণ, গরিবের জন্য পল্লী রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শহরের ডিবি রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম জোটের জেলা সমন্বয়ক ও বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মণ, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা মৃণাল কান্তি বর্মণ প্রমুখ। বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সর্বত্র লুটপাট চলছে, ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে দেশের মানুষকে জিম্মি করা হয়েছে। বামপন্থিরা প্রতিবাদ করলে হামলা করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করে বিরোধী মতকে দমন করার চেষ্টা করছে সরকার। বক্তারা দাবি করেন, অবিলম্বে গ্রামে গ্রামে গরিব মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে, বিঘাপ্রতি সেচের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে সহনীয় মূল্য নির্ধারণ করে দিতে হবে।

সর্বশেষ খবর