ফরিদপুরের মধুখালীর বাগাট ইউনিয়নের রায়জাদাপুরে মধুমতী নদী তীর থেকে রাতে ভেকু মেশিন দিয়ে দেদার কাটা হচ্ছে মাটি। ট্রাক ভরে এ মাটি নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। ফলে মধুমতীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরের ফসলি জমি বিনষ্ট হচ্ছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন মহলকে ম্যানেজ করে প্রভাবশালীরা লুট করছে নদীর মাটি। নিজেদের ভাটার ইট তৈরির পাশাপাশি আশপাশের ভাটায়ও বিক্রি করছে। প্রতিরাতে দেড় থেকে ২ লাখ টাকার মাটি বিক্রি হচ্ছে বলে জানা গেছে। অপরিকল্পিতভাবে মাটি কাটায় নষ্ট হচ্ছে নদীর বুকে জেগে ওঠা চরের এক ফসলি জমি। পাশাপাশি ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। সরেজমিন দেখা গেছে, রায়জাদাপুরের সীমানা দিয়ে বয়ে যাওয়া মধুমতী নদীর ওপারে মাগুরা জেলার পালপাড়া ঘাট। এপারে রায়জাদাপুরে নদীর প্রায় দেড়গুণ জমিজুড়ে চর জেগেছে। স্থানীয় কৃষকরা চরে এক ফসলি শস্য রোপণ করেন। এবার সেই শস্য রোপণে বাধা হয়ে দাঁড়িয়েছে মাটি লুটকারীরা। স্থানীয়রা জানান, মধুমতী নদী তীরে গড়ে তোলা হয়েছে এমএনজেড ব্রিকস নামে একটি ইটভাটা। এ ভাটার মালিকপক্ষের নেতৃত্বেই প্রতিরাতে ভেকু দিয়ে নদীর মাটি কেটে ট্রাকে ভরে নিজেদের ভাটায় মজুদ করার পাশাপাশি বাইরেও বিক্রি করা হচ্ছে। সন্ধ্যার পর থেকে সারারাত মাটি কাটা হয়। নদীপাড়ের বাসিন্দারা জানান, গত বছরের ৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরী মাটি-বালু উত্তোলনকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন। এতেও দমেনি জড়িতরা। জানা যায়, মধুমতী নদীর এই স্থানে প্রতিরাতেই কাটা হয় দেড় থেকে ২ লাখ টাকার মাটি। প্রতি ট্রাক মাটি ৯০০-১২০০ টাকায় বিক্রি হয়। মধুমতীর চরে ধানের চারা রোপণ করছিলেন আখের আলী নামে এক কৃষক। তিনি বলেন, বছরের ছয় মাস এখানে পানি থাকে না। তখন তারা চাষাবাদ করেন। যেভাবে মাটি কেটে নিচ্ছে তাতে আগামীতে আর এই জমি চাষ করতে পারব বলে মনে হয় না। এমএনজেড ব্রিকস মালিকদের একজন মিলন বিশ্বাস। তিনি প্রথমে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। পরে রাতে ভেকু দিয়ে মাটি কাটেন কেন? এমন প্রশ্ন করলে বলেন, নদীপাড়ের ব্যক্তি মালিকানা জমি থেকে তারা মাটি কাটছেন। এসব জমি থেকে মাটি কাটার অনুমতি তাদের নেই বলে স্বীকার করেন। মধুখালীর ইউএনও আশিকুর রহমান চৌধুরী বলেন, এ বছর মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। গত বছর মাটি কাটার অভিযোগে এমএনজেড ইটভাটাকে জরিমানা করা হয়েছিল। এবারও মাটি কেটে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ফরিদপুরের সালথায় ভেকু দিয়ে তিন ফসলি জমির ওপরিভাগের মাটি কাটা ও পুকুর খননের মহোৎসব চলছে। উপজেলার একাধিক ইউনিয়নে সরকারি নির্দেশ উপেক্ষা করে ও পরিবেশ আইন না মেনে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে জমি হারাচ্ছে উর্বরা শক্তি। গত বৃহস্পতিবার রাতে বল্লভদী ইউনিয়নে অভিযান চালিয়ে তিন মাটি ব্যবসায়ীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন মাটি ব্যবসায়ী সমীর চন্দ্র বিশ্বাস, আবদুস শুকুর শেখ ও দুর্জয় কুমার বিশ্বাস।
শিরোনাম
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
রাতের আঁধারে লুট মধুমতীর মাটি
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর