ফরিদপুরের মধুখালীর বাগাট ইউনিয়নের রায়জাদাপুরে মধুমতী নদী তীর থেকে রাতে ভেকু মেশিন দিয়ে দেদার কাটা হচ্ছে মাটি। ট্রাক ভরে এ মাটি নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। ফলে মধুমতীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরের ফসলি জমি বিনষ্ট হচ্ছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন মহলকে ম্যানেজ করে প্রভাবশালীরা লুট করছে নদীর মাটি। নিজেদের ভাটার ইট তৈরির পাশাপাশি আশপাশের ভাটায়ও বিক্রি করছে। প্রতিরাতে দেড় থেকে ২ লাখ টাকার মাটি বিক্রি হচ্ছে বলে জানা গেছে। অপরিকল্পিতভাবে মাটি কাটায় নষ্ট হচ্ছে নদীর বুকে জেগে ওঠা চরের এক ফসলি জমি। পাশাপাশি ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। সরেজমিন দেখা গেছে, রায়জাদাপুরের সীমানা দিয়ে বয়ে যাওয়া মধুমতী নদীর ওপারে মাগুরা জেলার পালপাড়া ঘাট। এপারে রায়জাদাপুরে নদীর প্রায় দেড়গুণ জমিজুড়ে চর জেগেছে। স্থানীয় কৃষকরা চরে এক ফসলি শস্য রোপণ করেন। এবার সেই শস্য রোপণে বাধা হয়ে দাঁড়িয়েছে মাটি লুটকারীরা। স্থানীয়রা জানান, মধুমতী নদী তীরে গড়ে তোলা হয়েছে এমএনজেড ব্রিকস নামে একটি ইটভাটা। এ ভাটার মালিকপক্ষের নেতৃত্বেই প্রতিরাতে ভেকু দিয়ে নদীর মাটি কেটে ট্রাকে ভরে নিজেদের ভাটায় মজুদ করার পাশাপাশি বাইরেও বিক্রি করা হচ্ছে। সন্ধ্যার পর থেকে সারারাত মাটি কাটা হয়। নদীপাড়ের বাসিন্দারা জানান, গত বছরের ৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিকুর রহমান চৌধুরী মাটি-বালু উত্তোলনকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন। এতেও দমেনি জড়িতরা। জানা যায়, মধুমতী নদীর এই স্থানে প্রতিরাতেই কাটা হয় দেড় থেকে ২ লাখ টাকার মাটি। প্রতি ট্রাক মাটি ৯০০-১২০০ টাকায় বিক্রি হয়। মধুমতীর চরে ধানের চারা রোপণ করছিলেন আখের আলী নামে এক কৃষক। তিনি বলেন, বছরের ছয় মাস এখানে পানি থাকে না। তখন তারা চাষাবাদ করেন। যেভাবে মাটি কেটে নিচ্ছে তাতে আগামীতে আর এই জমি চাষ করতে পারব বলে মনে হয় না। এমএনজেড ব্রিকস মালিকদের একজন মিলন বিশ্বাস। তিনি প্রথমে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। পরে রাতে ভেকু দিয়ে মাটি কাটেন কেন? এমন প্রশ্ন করলে বলেন, নদীপাড়ের ব্যক্তি মালিকানা জমি থেকে তারা মাটি কাটছেন। এসব জমি থেকে মাটি কাটার অনুমতি তাদের নেই বলে স্বীকার করেন। মধুখালীর ইউএনও আশিকুর রহমান চৌধুরী বলেন, এ বছর মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। গত বছর মাটি কাটার অভিযোগে এমএনজেড ইটভাটাকে জরিমানা করা হয়েছিল। এবারও মাটি কেটে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ফরিদপুরের সালথায় ভেকু দিয়ে তিন ফসলি জমির ওপরিভাগের মাটি কাটা ও পুকুর খননের মহোৎসব চলছে। উপজেলার একাধিক ইউনিয়নে সরকারি নির্দেশ উপেক্ষা করে ও পরিবেশ আইন না মেনে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে জমি হারাচ্ছে উর্বরা শক্তি। গত বৃহস্পতিবার রাতে বল্লভদী ইউনিয়নে অভিযান চালিয়ে তিন মাটি ব্যবসায়ীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন মাটি ব্যবসায়ী সমীর চন্দ্র বিশ্বাস, আবদুস শুকুর শেখ ও দুর্জয় কুমার বিশ্বাস।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
রাতের আঁধারে লুট মধুমতীর মাটি
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর