রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আটাশ বুদ্ধ পূজায় পুণ্যার্থীর ঢল

রাঙামাটি প্রতিনিধি

আটাশ বুদ্ধ পূজায় পুণ্যার্থীর ঢল

রাঙামাটিতে আটাশ বুদ্ধ পূজায় পুণ্যার্থীর ঢল নেমেছে। পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে দলে দলে সমবেত হন বিহারে। গতকাল সকাল থেকে দিনব্যাপী দেখা যায় এমন চিত্র। পার্বত্যাঞ্চলের বৌদ্ধ ধর্মালম্বীদের অর্য্যপুরুষ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১১তম মহাপরিনির্বাণ বার্ষিকী স্মরণে রাঙামাটির সীমান্তবর্তী এলাকা বরকলের উপজেলার ছোট হরিণায় ইউনিয়নে লুম্বিনী বন বিহার মাঠে আয়োজন করা হয় আটাশ বুদ্ধ পূজা। পুরো বিহারজুড়ে ছিল অন্যরকম আমেজ। ধর্মীয় নির্দেশনা দিয়েছেন শ্রাবস্তি বন বিহার শাখার অধ্যক্ষ সংঘসার মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহার আবাসিক ভিক্ষু সুধর্মানন্দ মহাস্থবির, হরিণা লুম্বিনী বন বিহার অধ্যক্ষ  লোকানন্দ মহাস্থবির, জুরাছড়ি বেনুবন বিহার অধ্যক্ষ পন্থক মহাস্থবির, আইমাছড়া বন বিহার অধ্যক্ষ জ্যোতিপাল মহাস্থবির। আটাশ বুদ্ধ পূজায় যোগ দিতে এসে নিহার বিন্দু চাকমা জানায়, আটাশ বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, চুরাশি হাজার প্রদীপ দান, পিন্ডদানসহ নানা দান করা হয়। ধর্মীয় গুরুরা বৌদ্ধ ধর্মচর্চা করে সত্য পথ, সত্যজ্ঞান অনুসরণ ও তৃঞ্চা ক্ষয় করে সৎপথে চলার হিতোপদেশ দেন। পাশাপাশি বনভান্তের দেওয়া উপদেশ মেনে চলার আহ্বান জানান।

সর্বশেষ খবর