বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রতিদিন ডেস্ক

ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ সরকারি বিভিন্ন দফতর এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ উদযাপিত হয়েছে। ঝিনাইদহের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দফতরের পক্ষ থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর