শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

গৃহবধূ হত্যায় যুবকের মৃত্যুদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় দাহ্য পদার্থ ছুড়ে গৃহবধূকে হত্যার দায়ে রোকনুজ্জামান ওরফে রনি (৩৮) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে গতকাল এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার ফজলুল হকের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ এপ্রিল ভাড়াটিয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ জুলেখা খাতুন (৩৫) বাড়ির মালিক হামিদা খাতুনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ড দেওয়া-নেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান পেট্রোল, তারপিনসহ অতিদাহ্য মিশ্রিত তরল ছুড়ে গ্যাস লাইটের আগুন ধরিয়ে দেয় গৃহবধূ জুলেখার শরীরে।

এতে তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা পোলট্রি ব্যবসায়ী মেহেদী হাসান আসামি রোকনুজ্জামান রনির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর