কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ ছাড়া গৌরীপুর বাজারের পাশে খালের মোহনায় বাজারের সব ময়লা-আবর্জনা প্রতিনিয়ত ফেলানোয় খালের মুখটি ভরাট গেছে। ফলে আশপাশের অঞ্চলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ময়লার দুর্গন্ধে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ময়লার দুর্গন্ধে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। স্থানীয়রা জানান, দাউদকান্দি পৌরসভার ময়লা-আবর্জনা ফেলানোর জন্য অনেকগুলো ডাস্টবিন বানানো হলেও এখন আর সেগুলো নেই। পৌর সদরের মোড়ে মোড়ে ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় পৌর বাজারের ব্যবসায়ীরা সড়কেই ময়লা-আবর্জনা ফেলছে। এ বিষয়ে দাউদকান্দি পৌর প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান বলেছেন, পৌরসভা ময়লা-আবর্জনা ফেলানোর ডাস্টবিন না থাকলেও এনজিওকর্মীদের মাধ্যমে পৌরসভার সব ময়লা নির্ধারিত স্থানে ফালানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে আগুন দিয়ে পোড়ানো হয়। গৌরীপুর বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেছেন, বাজারের একটি প্রভাবশালী মহল প্রতিনিয়িত সব ময়লা এ খালের মোহনায় ফালানোর কারণে খালটি যেমন ভরাট হচ্ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। আর ময়লার দুর্গন্ধে স্কুলগামী ছাত্রছাত্রী এবং পথচারীদের মুখে রুমাল দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। ময়লার দুর্গন্ধে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন অভিজ্ঞ মহল। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছবুর উদ্দিন বলেন, ময়লার কারণে নতুন নতুন রোগের প্রার্দুভাব ঘটছে। এসব রোগের মধ্যে রয়েছে- শরীর শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি বেড়ে যাওয়া এবং পুষ্টির অভাব। এলাকাবাসী জানান, ময়লা ফেলার কারণে খালের মুখটি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অতি বৃষ্টির কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে গৌরীপুর বাজার পরিচালনা পরিষদের সভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. নোমান মিয়া বলেছেন, ময়লা সরানোর ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করে খালটি পুনরুদ্ধার করা হবে এবং খালটি পুনরুদ্ধার করা হলে অত্র এলাকায় জলাবদ্ধতার আশঙ্কায় থাকবে না।
শিরোনাম
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু