কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ ছাড়া গৌরীপুর বাজারের পাশে খালের মোহনায় বাজারের সব ময়লা-আবর্জনা প্রতিনিয়ত ফেলানোয় খালের মুখটি ভরাট গেছে। ফলে আশপাশের অঞ্চলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ময়লার দুর্গন্ধে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ময়লার দুর্গন্ধে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। স্থানীয়রা জানান, দাউদকান্দি পৌরসভার ময়লা-আবর্জনা ফেলানোর জন্য অনেকগুলো ডাস্টবিন বানানো হলেও এখন আর সেগুলো নেই। পৌর সদরের মোড়ে মোড়ে ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় পৌর বাজারের ব্যবসায়ীরা সড়কেই ময়লা-আবর্জনা ফেলছে। এ বিষয়ে দাউদকান্দি পৌর প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান বলেছেন, পৌরসভা ময়লা-আবর্জনা ফেলানোর ডাস্টবিন না থাকলেও এনজিওকর্মীদের মাধ্যমে পৌরসভার সব ময়লা নির্ধারিত স্থানে ফালানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে আগুন দিয়ে পোড়ানো হয়। গৌরীপুর বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেছেন, বাজারের একটি প্রভাবশালী মহল প্রতিনিয়িত সব ময়লা এ খালের মোহনায় ফালানোর কারণে খালটি যেমন ভরাট হচ্ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। আর ময়লার দুর্গন্ধে স্কুলগামী ছাত্রছাত্রী এবং পথচারীদের মুখে রুমাল দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। ময়লার দুর্গন্ধে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন অভিজ্ঞ মহল। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছবুর উদ্দিন বলেন, ময়লার কারণে নতুন নতুন রোগের প্রার্দুভাব ঘটছে। এসব রোগের মধ্যে রয়েছে- শরীর শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি বেড়ে যাওয়া এবং পুষ্টির অভাব। এলাকাবাসী জানান, ময়লা ফেলার কারণে খালের মুখটি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অতি বৃষ্টির কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে গৌরীপুর বাজার পরিচালনা পরিষদের সভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. নোমান মিয়া বলেছেন, ময়লা সরানোর ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করে খালটি পুনরুদ্ধার করা হবে এবং খালটি পুনরুদ্ধার করা হলে অত্র এলাকায় জলাবদ্ধতার আশঙ্কায় থাকবে না।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সড়ক যেন ময়লার ভাগাড়
দাউদকান্দি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর