কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ ছাড়া গৌরীপুর বাজারের পাশে খালের মোহনায় বাজারের সব ময়লা-আবর্জনা প্রতিনিয়ত ফেলানোয় খালের মুখটি ভরাট গেছে। ফলে আশপাশের অঞ্চলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ময়লার দুর্গন্ধে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ময়লার দুর্গন্ধে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। স্থানীয়রা জানান, দাউদকান্দি পৌরসভার ময়লা-আবর্জনা ফেলানোর জন্য অনেকগুলো ডাস্টবিন বানানো হলেও এখন আর সেগুলো নেই। পৌর সদরের মোড়ে মোড়ে ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় পৌর বাজারের ব্যবসায়ীরা সড়কেই ময়লা-আবর্জনা ফেলছে। এ বিষয়ে দাউদকান্দি পৌর প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান বলেছেন, পৌরসভা ময়লা-আবর্জনা ফেলানোর ডাস্টবিন না থাকলেও এনজিওকর্মীদের মাধ্যমে পৌরসভার সব ময়লা নির্ধারিত স্থানে ফালানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে আগুন দিয়ে পোড়ানো হয়। গৌরীপুর বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেছেন, বাজারের একটি প্রভাবশালী মহল প্রতিনিয়িত সব ময়লা এ খালের মোহনায় ফালানোর কারণে খালটি যেমন ভরাট হচ্ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। আর ময়লার দুর্গন্ধে স্কুলগামী ছাত্রছাত্রী এবং পথচারীদের মুখে রুমাল দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। ময়লার দুর্গন্ধে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন অভিজ্ঞ মহল। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছবুর উদ্দিন বলেন, ময়লার কারণে নতুন নতুন রোগের প্রার্দুভাব ঘটছে। এসব রোগের মধ্যে রয়েছে- শরীর শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি বেড়ে যাওয়া এবং পুষ্টির অভাব। এলাকাবাসী জানান, ময়লা ফেলার কারণে খালের মুখটি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অতি বৃষ্টির কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে গৌরীপুর বাজার পরিচালনা পরিষদের সভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. নোমান মিয়া বলেছেন, ময়লা সরানোর ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করে খালটি পুনরুদ্ধার করা হবে এবং খালটি পুনরুদ্ধার করা হলে অত্র এলাকায় জলাবদ্ধতার আশঙ্কায় থাকবে না।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
সড়ক যেন ময়লার ভাগাড়
দাউদকান্দি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর