কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ ছাড়া গৌরীপুর বাজারের পাশে খালের মোহনায় বাজারের সব ময়লা-আবর্জনা প্রতিনিয়ত ফেলানোয় খালের মুখটি ভরাট গেছে। ফলে আশপাশের অঞ্চলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ময়লার দুর্গন্ধে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ময়লার দুর্গন্ধে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। স্থানীয়রা জানান, দাউদকান্দি পৌরসভার ময়লা-আবর্জনা ফেলানোর জন্য অনেকগুলো ডাস্টবিন বানানো হলেও এখন আর সেগুলো নেই। পৌর সদরের মোড়ে মোড়ে ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় পৌর বাজারের ব্যবসায়ীরা সড়কেই ময়লা-আবর্জনা ফেলছে। এ বিষয়ে দাউদকান্দি পৌর প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান বলেছেন, পৌরসভা ময়লা-আবর্জনা ফেলানোর ডাস্টবিন না থাকলেও এনজিওকর্মীদের মাধ্যমে পৌরসভার সব ময়লা নির্ধারিত স্থানে ফালানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে আগুন দিয়ে পোড়ানো হয়। গৌরীপুর বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেছেন, বাজারের একটি প্রভাবশালী মহল প্রতিনিয়িত সব ময়লা এ খালের মোহনায় ফালানোর কারণে খালটি যেমন ভরাট হচ্ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। আর ময়লার দুর্গন্ধে স্কুলগামী ছাত্রছাত্রী এবং পথচারীদের মুখে রুমাল দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। ময়লার দুর্গন্ধে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন অভিজ্ঞ মহল। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছবুর উদ্দিন বলেন, ময়লার কারণে নতুন নতুন রোগের প্রার্দুভাব ঘটছে। এসব রোগের মধ্যে রয়েছে- শরীর শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি বেড়ে যাওয়া এবং পুষ্টির অভাব। এলাকাবাসী জানান, ময়লা ফেলার কারণে খালের মুখটি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অতি বৃষ্টির কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে গৌরীপুর বাজার পরিচালনা পরিষদের সভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. নোমান মিয়া বলেছেন, ময়লা সরানোর ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করে খালটি পুনরুদ্ধার করা হবে এবং খালটি পুনরুদ্ধার করা হলে অত্র এলাকায় জলাবদ্ধতার আশঙ্কায় থাকবে না।
শিরোনাম
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানি বাড়িয়ে পুনঃনির্ধারণ
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
- স্বপ্ন দেখতেই থাকুন, পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে ট্রাম্পকে খোঁচা খামেনির
- ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ
- যাদের মুখে নির্বাচনের পরিবেশ নাই, তাদের মতবল ভিন্ন : প্রিন্স
সড়ক যেন ময়লার ভাগাড়
দাউদকান্দি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর