কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ ছাড়া গৌরীপুর বাজারের পাশে খালের মোহনায় বাজারের সব ময়লা-আবর্জনা প্রতিনিয়ত ফেলানোয় খালের মুখটি ভরাট গেছে। ফলে আশপাশের অঞ্চলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ময়লার দুর্গন্ধে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ময়লার দুর্গন্ধে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। স্থানীয়রা জানান, দাউদকান্দি পৌরসভার ময়লা-আবর্জনা ফেলানোর জন্য অনেকগুলো ডাস্টবিন বানানো হলেও এখন আর সেগুলো নেই। পৌর সদরের মোড়ে মোড়ে ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় পৌর বাজারের ব্যবসায়ীরা সড়কেই ময়লা-আবর্জনা ফেলছে। এ বিষয়ে দাউদকান্দি পৌর প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান বলেছেন, পৌরসভা ময়লা-আবর্জনা ফেলানোর ডাস্টবিন না থাকলেও এনজিওকর্মীদের মাধ্যমে পৌরসভার সব ময়লা নির্ধারিত স্থানে ফালানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে আগুন দিয়ে পোড়ানো হয়। গৌরীপুর বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেছেন, বাজারের একটি প্রভাবশালী মহল প্রতিনিয়িত সব ময়লা এ খালের মোহনায় ফালানোর কারণে খালটি যেমন ভরাট হচ্ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। আর ময়লার দুর্গন্ধে স্কুলগামী ছাত্রছাত্রী এবং পথচারীদের মুখে রুমাল দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। ময়লার দুর্গন্ধে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কাও করছেন অভিজ্ঞ মহল। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছবুর উদ্দিন বলেন, ময়লার কারণে নতুন নতুন রোগের প্রার্দুভাব ঘটছে। এসব রোগের মধ্যে রয়েছে- শরীর শুষ্ক হয়ে যাওয়া, চুলকানি বেড়ে যাওয়া এবং পুষ্টির অভাব। এলাকাবাসী জানান, ময়লা ফেলার কারণে খালের মুখটি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অতি বৃষ্টির কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে গৌরীপুর বাজার পরিচালনা পরিষদের সভাপতি ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. নোমান মিয়া বলেছেন, ময়লা সরানোর ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করে খালটি পুনরুদ্ধার করা হবে এবং খালটি পুনরুদ্ধার করা হলে অত্র এলাকায় জলাবদ্ধতার আশঙ্কায় থাকবে না।
শিরোনাম
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
- এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে চায় সরকার : বাণিজ্য সচিব
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের আত্মপ্রকাশ
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন