রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ধামরাইয়ে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ঘটা করে আয়োজন চলছিল সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে। বরও বিয়ের পোশাক পরে কনের বাড়িতে আসার প্রস্তুতি নেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে এ বিয়ে বন্ধ করে দেন ইমদাদুল হক নামে এক ইউপি মেম্বার। শুধু বিয়ে বন্ধই নয় মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত কোথাও বিয়ে দেবেন না বলেও সাদা কাগজে অঙ্গীকারনামা দেন কনের বাবা। এ খবরে এলাকাজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাজাহান তার মেয়ে কুশুরা গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিক করেন।

এতে বিয়ের সব আয়োজন সম্পন্ন্ন করেন তিনি। গতকাল বর সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামের ইয়ানুছ আলীর ছেলে আলহাজ হোসেন বিয়ে করার জন্য বিয়ের পোশাক পরে বিয়ে করতে কনের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু কনে পক্ষ থেকে খবর আসে বিয়ে বন্ধ। কারণ হিসেবে জানতে পারেন বাল্যবিয়ে বিধায় আইনি জটিলতার কারণে কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে ইউপি মেম্বার ইমদাদুল হক শাহীন তা বন্ধ করে দিয়েছেন। এ সময় মেয়ের বাবার কাছ থেকে একটি অঙ্গীকারনামা নেন তিনি। কুশুরা হামিদা আফাজ গার্লস স্কুলের শিক্ষক আলতাফ হোসেন লাবু জানান, ওই সপ্তম শ্রেণির ছাত্রী লেখাপড়া থেকে শুরু করে ক্রিকেট, ভলিবল ও ফুটবল অনেক সুন্দর খেলতে পারে। কিন্তু অল্প বয়সে বিয়ে দিলে তার জীবনটা নষ্ট হতে পারে। তাই সবার সহযোগিতায় বিয়ে বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিষয়টি উপজেলা প্রশাসন জানেন বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর