মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়

ফেরত দিতে নির্দেশ ইউএনওর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের থেকে মিলাদ ও বিদায় অনুষ্ঠানের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা। অভিযোগসূত্রে জানা যায়, গত বছর নভেম্বরে ২৫৪ জন নিয়মিত ও সাতজন অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীর থেকে স্কুল কর্তৃপক্ষ ২ হাজার ২০০ টাকা করে নেয়। এর সঙ্গে স্কুলের মিলাদ ও বিদায় অনুষ্ঠানের কথা বলে আদায় করে আরও অতিরিক্ত ১ হাজার করে। কিছুদিন আগে স্কুলের মিলাদ হলেও সেখানে তাদের দাওয়াত করা হয়নি। শিক্ষার্থীরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে বিদায় অনুষ্ঠান করার অনুরোধ জানালে তিনি টালবাহানা করতে থাকেন। এমনকি ১১ মার্চ শিক্ষার্থীদের ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে আরও ৩০০ টাকা করে দাবি করেন। এ নিয়ে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে মৌখিক অভিযোগ করেন। এ সময় প্রধান শিক্ষক আবু জামাল টাকা ফেরত দেবেন বলে জানান। এ পরিপ্রেক্ষিতে রবিবার শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে অতিরিক্ত টাকা ফেরত চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। বিকালে ২৫-৩০ জন ছাত্রী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখের কাছে লিখিত অভিযোগ দায়ের করে।

সর্বশেষ খবর