শিরোনাম
মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বারুণী স্নানে লাখো পুণ্যার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি

বারুণী স্নানে লাখো পুণ্যার্থী

যাদুকাটা নদীতে স্নানে অংশ নেওয়া পুণ্যার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাবারুণী গঙ্গা স্নান। রবিবার রাত ৯টা ১৪ মিনিট থেকে ভোর ৪টা ৬ মিনিট পর্যন্ত পুণ্য লাভের আশায় নদীতে স্নান করেন লাখো পুণ্যার্থী। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে সীমান্তবর্তী অধৈত মহাপ্রভুর ধাম সংলগ্ন নদীতে এসে স্নান ও পূজা-অর্চনা করেন তারা। কয়েক শতাব্দীর প্রথা মাফিক বারুণী স্নানের শেষ হওয়ার পর সীমান্ত সংলগ্ন লাউড়ের গড় এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী শাহ আরেফিনের (র.) ওরস। ভক্তদের বিশ্বাস, চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সাত তীর্থের পানি এসে মিলিত হয় যাদুকাটা নদীতে। তখন এখানে স্নান করলে পাপ-তাপ মোছন হয়। কলুষমুক্ত হয়ে ঈশ্বরের কৃপা লাভের মাধ্যমে মনোবাসনা পূর্ণ হয় তাদের। হিন্দু ধর্মাবলম্বীদের এই বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানান, আয়োজক কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল। রাত ১১টায় ধাম এলাকা পরিদর্শন করে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।

সর্বশেষ খবর