শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ফুটপাত দখল করে স্থাপনা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বেশির ভাগ ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। এতে সড়কের শৃঙ্খলা যেমন হারিয়েছে, তেমনি সৌন্দর্য নষ্ট হয়েছে শহরের। চলাচলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যটন শহর রাঙামাটি শহরের বিভিন্ন ফুটপাত দখল করে যার যেমন ইচ্ছা গড়ে তুলছেন স্থাপনা। কেউ বসিয়েছেন ভাসমান দোকান। ফুটপাতের আশপাশের জায়গা গেছে সিএনজিচালিত অটোরিকশার দখলে। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে। রাঙামাটি পৌর মেয়ের আকবর হোসেন চৌধুরী বলেন, পৌরসভার পক্ষে থেকে বলা আছে কেউ ফুটপাত দখল করে স্থাপনা তৈরি করবে না, ব্যবসা করবে না। এটার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা দরকার। জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, সম্মিলিত প্রচেষ্টা না থাকলে শহরে শৃঙ্খলা আনা সম্ভব না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর