ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে মাধবপুর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের পাশে একটি সেতুর নিচে পাকা দেয়াল তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে পানি নিষ্কাশনে বাধাসহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের। জানা যায়, গোকর্ণ গ্রামে মানুষের চলাচলের সুবিধার্থে প্রায় ১৫ ফুট প্রশস্ত একটি রাস্তা তৈরি করা হয়। সেই রাস্তার সঙ্গে ছিল ২৫ ফুট প্রশস্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ খাল। খাল দিয়েই নৌকায় করে স্থানীয়রা শাক-সবজি নিয়ে মাধবপুর বাজারে যেত। খালটি ভরাট করা হয়েছে কিছুদিন আগে। এখন খালের ওপর থাকা একমাত্র সেতুর নিচে দেয়াল তৈরি করে বাকি অংশও ভরাট করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, চৈয়ারকুড়ি বাজারের পাশ দিয়ে গেছে নাসিরনগর থেকে মাধবপুর আঞ্চলিক মহাসড়ক। এই সড়কের পাশেই খালের ওপর গোকর্ণ গ্রামে যাওয়ার সংযোগ সড়কের একটি সেতুর নিচে ইট দিয়ে দেয়াল নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে খালের প্রায় এক কিলোমিটার স্থানীয়রা ভরাট করে বসতঘর ও দোকান নির্মাণ করেছেন। স্থানীয় বাসিন্দা রফিক মিয়া অভিযোগ করে বলেন, এতদিন খাল ভরাট চলছে। এখন সরকারি টাকায় খালের পানি যাওনের রাস্তাও ভরাট করছেন চেয়ারম্যান। গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, কয়েক বছর আগে চৈয়ারকুড়ি বাজার থেকে গোকর্ণ যাওয়ার সরকারি খালটি ভরাট করা হয়েছে। তখন সরকারি কোনো লোক বাধা দেননি। আমি জনস্বার্থে খালের এই অংশ ভরাট করছি। কারণ হিসেবে তিনি বলেন, খালের ওপর নির্মিত সেতুটি অনেক উঁচু। প্রতিদিন দুর্ঘটনা ঘটে। তাই সেতুর নিচে ইট দিয়ে খালের এই অংশ ভরাট করে রাস্তা করা হবে। যাতে স্থানীয়রা নিরাপদে চলাচল করতে পারেন। তিনি আরও বলেন, খালের পানি নিষ্কাশনের জন্য পাইপ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম জানান, সরকারি কোনো খাল বা সেতুর নিচে ইট দিয়ে ভরাট করার সুযোগ নেই। জনস্বার্থের বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শিরোনাম
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
সেতুর নিচে দেয়াল জলাবদ্ধতা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর