ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে মাধবপুর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের পাশে একটি সেতুর নিচে পাকা দেয়াল তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে পানি নিষ্কাশনে বাধাসহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের। জানা যায়, গোকর্ণ গ্রামে মানুষের চলাচলের সুবিধার্থে প্রায় ১৫ ফুট প্রশস্ত একটি রাস্তা তৈরি করা হয়। সেই রাস্তার সঙ্গে ছিল ২৫ ফুট প্রশস্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ খাল। খাল দিয়েই নৌকায় করে স্থানীয়রা শাক-সবজি নিয়ে মাধবপুর বাজারে যেত। খালটি ভরাট করা হয়েছে কিছুদিন আগে। এখন খালের ওপর থাকা একমাত্র সেতুর নিচে দেয়াল তৈরি করে বাকি অংশও ভরাট করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, চৈয়ারকুড়ি বাজারের পাশ দিয়ে গেছে নাসিরনগর থেকে মাধবপুর আঞ্চলিক মহাসড়ক। এই সড়কের পাশেই খালের ওপর গোকর্ণ গ্রামে যাওয়ার সংযোগ সড়কের একটি সেতুর নিচে ইট দিয়ে দেয়াল নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে খালের প্রায় এক কিলোমিটার স্থানীয়রা ভরাট করে বসতঘর ও দোকান নির্মাণ করেছেন। স্থানীয় বাসিন্দা রফিক মিয়া অভিযোগ করে বলেন, এতদিন খাল ভরাট চলছে। এখন সরকারি টাকায় খালের পানি যাওনের রাস্তাও ভরাট করছেন চেয়ারম্যান। গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, কয়েক বছর আগে চৈয়ারকুড়ি বাজার থেকে গোকর্ণ যাওয়ার সরকারি খালটি ভরাট করা হয়েছে। তখন সরকারি কোনো লোক বাধা দেননি। আমি জনস্বার্থে খালের এই অংশ ভরাট করছি। কারণ হিসেবে তিনি বলেন, খালের ওপর নির্মিত সেতুটি অনেক উঁচু। প্রতিদিন দুর্ঘটনা ঘটে। তাই সেতুর নিচে ইট দিয়ে খালের এই অংশ ভরাট করে রাস্তা করা হবে। যাতে স্থানীয়রা নিরাপদে চলাচল করতে পারেন। তিনি আরও বলেন, খালের পানি নিষ্কাশনের জন্য পাইপ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম জানান, সরকারি কোনো খাল বা সেতুর নিচে ইট দিয়ে ভরাট করার সুযোগ নেই। জনস্বার্থের বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শিরোনাম
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত