ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে মাধবপুর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের পাশে একটি সেতুর নিচে পাকা দেয়াল তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে পানি নিষ্কাশনে বাধাসহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের। জানা যায়, গোকর্ণ গ্রামে মানুষের চলাচলের সুবিধার্থে প্রায় ১৫ ফুট প্রশস্ত একটি রাস্তা তৈরি করা হয়। সেই রাস্তার সঙ্গে ছিল ২৫ ফুট প্রশস্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ খাল। খাল দিয়েই নৌকায় করে স্থানীয়রা শাক-সবজি নিয়ে মাধবপুর বাজারে যেত। খালটি ভরাট করা হয়েছে কিছুদিন আগে। এখন খালের ওপর থাকা একমাত্র সেতুর নিচে দেয়াল তৈরি করে বাকি অংশও ভরাট করা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, চৈয়ারকুড়ি বাজারের পাশ দিয়ে গেছে নাসিরনগর থেকে মাধবপুর আঞ্চলিক মহাসড়ক। এই সড়কের পাশেই খালের ওপর গোকর্ণ গ্রামে যাওয়ার সংযোগ সড়কের একটি সেতুর নিচে ইট দিয়ে দেয়াল নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে খালের প্রায় এক কিলোমিটার স্থানীয়রা ভরাট করে বসতঘর ও দোকান নির্মাণ করেছেন। স্থানীয় বাসিন্দা রফিক মিয়া অভিযোগ করে বলেন, এতদিন খাল ভরাট চলছে। এখন সরকারি টাকায় খালের পানি যাওনের রাস্তাও ভরাট করছেন চেয়ারম্যান। গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, কয়েক বছর আগে চৈয়ারকুড়ি বাজার থেকে গোকর্ণ যাওয়ার সরকারি খালটি ভরাট করা হয়েছে। তখন সরকারি কোনো লোক বাধা দেননি। আমি জনস্বার্থে খালের এই অংশ ভরাট করছি। কারণ হিসেবে তিনি বলেন, খালের ওপর নির্মিত সেতুটি অনেক উঁচু। প্রতিদিন দুর্ঘটনা ঘটে। তাই সেতুর নিচে ইট দিয়ে খালের এই অংশ ভরাট করে রাস্তা করা হবে। যাতে স্থানীয়রা নিরাপদে চলাচল করতে পারেন। তিনি আরও বলেন, খালের পানি নিষ্কাশনের জন্য পাইপ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম জানান, সরকারি কোনো খাল বা সেতুর নিচে ইট দিয়ে ভরাট করার সুযোগ নেই। জনস্বার্থের বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে