শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রামনবমীর পুজোয় ভক্তের ঢল

নওগাঁ প্রতিনিধি

রামনবমীর পুজোয় ভক্তের ঢল

রামের জন্মতিথির উৎসবে নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দার রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে ঢল নামে  ভক্তের। দিনভর চলে কীর্তন, প্রসাদ বিতরণ, পুজো-অর্চনা, ভোগ নিবেদন আর মানত পূরণ। এ উৎসব ঘিরে গতকাল মুখর ছিল মন্দিরের আশপাশের এলাকা। রামভক্তদের মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। এদিন ঠাকুর দর্শনে আসেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসেবেও পরিচিতি রয়েছে ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের। স্থানীয়রা জানান, রামনবমী উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থী আসেন ঠাকুর দর্শন ও মানত পূরণ করতে। এবারও ভারত থেকে অনেক দর্শনার্থী এসেছেন। উৎসব ঘিরে মন্দিরের পাশে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক বলেন, ভোরে পূজা-অর্চনার পর মন্দিরের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। দুপুরে অন্নভোগ ছাড়াও ভক্তদের জন্য দিনভর পদাবলি কীর্তন ও রামের ভজন সংগীতের আয়োজন করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র বলেন, ভক্তদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে। ৯ দিন পর লক্ষণ ভোজের মধ্য দিয়ে ধর্মীয় এ উৎসব শেষ হবে।

সর্বশেষ খবর